ঢাকা, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
logo
শিক্ষক কর্মচারী ঐক্যজোট
অভিযোগ করুন
অভিযোগ করুন

১ম ভাগঃ সংগঠনের পরিচিতি

‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ ২০১৭ সালের ১৩ এপ্রিল বাংলাদেশের রংপুর বিভাগ লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বড়ুয়া গ্রামে প্রতিষ্ঠিত হয়।

অনুচ্ছেদ-১: সংগঠনের নামকরণ এবং স্লোগান

এই সংগঠন 'পূর্ব বড়ুয়া তরুণ সংঘ'- ইংরেজিতে ‘East Barua Youth Association’ নামে অভিহিত হবে। সংগঠনের স্লোগান হবে- ‘আমরাই তরুন আমরাই উদ্যোমি’

অনুচ্ছেদ-২: সংগঠনের ধরণ এবং বৈশিষ্ট্য

আমরা ভালবাসা, আশা এবং সামাজিক ন্যায়বিচার সমবেত একটি পৃথিবীর স্বপ্ন দেখি, যেখানে মানুষ মর্যাদা ও নিরাপত্তা নিয়ে বাস করবে। সমাজের অনগ্রসর শ্রেণীকে বিশেষভাবে চরম দরিদ্র, গৃহহীন ও অনাথ শিশুদেরকে শিক্ষা, পুষ্টি ও আশ্রয় সরবরাহের মাধ্যমে তাদের জাতির জন্য সম্পদে পরিণত করা আমাদের প্রধান লক্ষ্য। ইহা সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, সামাজিক উন্নয়নমুলক, সাংস্কৃতিক ও সেচ্ছায় মানব সেবার সংগঠন। এই সংগঠন স্কুল/কলেজের ছাত্র, এলাকার তরুণ যুবক এবং ৩ ধরনের সদস্য নিয়ে গঠিত হবে এবং সর্ব শ্রেণীর উন্নয়নের জন্য কার্যক্রম পরিচালনা করবে।

  • ১) ‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ সম্পূর্ণ স্বাধীন, সামাজিক, সেচ্ছাসেবী, সাংস্কৃতিক ও সাম্প্রদায়িক মনোভাবসম্পন্ন সংগঠন। এই সংগঠন অন্য কোন সংগঠনের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ করবে না বরং ভবিষ্যতে বিভিন্ন গ্রামে আমাদের শাখা সংগঠন করা হবে এবং এর নেতৃত্বে পরিচালনা করা হবে।
  • ২) ‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। অত্র সংগঠনের কোন সদস্য রাজনীতির সাথে জরিত থাকলে এটা তার ব্যক্তিগত কাজ। এখানে সংগঠন কোনভাবে হস্তক্ষেপ করতে পারবেনা।
  • ৩) ‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। অত্র সংগঠনের কোন সদস্য রাজনীতির সাথে জরিত থাকলে এটা তার ব্যক্তিগত কাজ। এখানে সংগঠন কোনভাবে হস্তক্ষেপ করতে পারবেনা। কিন্তু এই সংগঠনের কোন সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে কার্যনির্বাহী পরিষদ বহিষ্কারের ক্ষমতা রাখে।
  • ৩) ‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। অত্র সংগঠনের কোন সদস্য রাজনীতির সাথে জরিত থাকলে এটা তার ব্যক্তিগত কাজ। এখানে সংগঠন কোনভাবে হস্তক্ষেপ করতে পারবেনা। কিন্তু এই সংগঠনের কোন সদস্য যদি সংগঠনের বিভিন্ন কর্মকান্ডকে রাজনীতির সাথে সম্পৃক্ত করেন বা করার চেষ্টা করেন তবে তাকে কার্যনির্বাহী পরিষদ বহিষ্কারের ক্ষমতা রাখে।

অনুচ্ছেদ-৩: সংগঠনের কার্যালয়

‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ এর একটি কার্যালয় বর্তমানে অস্থায়ী করা হবে, ভবিষ্যতে সংগঠনের আর্থিক সঙ্গতি বৃদ্ধি সাপেক্ষে পূর্ব বড়ুয়া গ্রামে যে কোন সুবিধাজনক স্থানে নিজস্ব অথবা ভাড়া করা স্থানে সংগঠনের কার্যালয় স্থাপন করা হবে।

অনুচ্ছেদ-৪: কার্য এলাকা

এই প্রতিষ্ঠানের কার্য এলাকা প্রাথমিকভাবে পূর্ব বড়ুয়া গ্রাম ও ইউনিয়নে সীমাবদ্ধ থাকবে। পরবর্তীতে আলাদা আলাদাভাবে কার্যনির্বাহী পরিষদ এবং উপদেষ্টা পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে কার্য এলাকা সম্প্রসারণ করা যেতে পারে।

অনুচ্ছেদ-৫: সংগঠনের লোগো/মনোগ্রামের বিবরণ

‘পূর্ব বড়ুয়া তরুণ সংঘ’ এর নিজস্ব মনোগ্রাম ও ওয়েব সাইট, ইমেইল, ফেইসবুক পেজ রয়েছে।

ওয়েব সাইট- http://pbtsbd.org/, Email: support@pbtsbd.org,info@pbtsbd.org

ফেসবুক পেজ https://www.facebook.com/pbtsbd/

অনুচ্ছেদ-৬: লক্ষ্য ও উদ্দেশ্য

  • প্রধানত সামাজিক ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করবে।
  • এলাকাবাসির মধ্যে আত্মনির্ভরশীলতা অর্জনের প্রত্যয় সৃষ্টি করা।
  • এলাকার গরীব, অসহায় মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়া লেখা চালিয়ে যেতে সহায়তা বা উদ্ভুদ্ব করা এবং বিনামুল্যে বই বিতরন করা।
  • ছাত্র-ছাত্রীদের মেধা ও সৃজনশীলতার সর্বাধিক বিকাশের লক্ষ্যে তাদেরকে প্রণোদিত ও সংগঠিত করা ও মেধাবী ছাত্র ছাত্রীদেরকে উপবৃত্তি প্রদান করা।
  • রমজান মাসে অসহায় গরিবদের মাঝে ইফতারি সামগ্রী বিতরন করা ও ইফতার মাহফিল আয়োজন করা।
  • “ঈদ উৎসব” ঈদের আগের দিন অসহায় গরিবের মাঝে ঈদ প্যাকেজ বিতরন করা।
  • সমাজের সবার মধ্যে সামাজিক দায়বদ্ধতা বোধ সৃষ্টি করে সমাজ সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলা।
  • পূর্ব বড়ুয়া তরুন সংঘ সামাজিক সংগঠনের প্রতিটি সদস্যকে কাজের মাধ্যমে সফল, স্বয়ংক্রিয় ও স্বেচ্ছাসেবী হয়ে ওঠার লক্ষ্যে ক্ষমতায়িত করা।
  • শিশু কল্যাণঃ এলাকার গরীব শিশু-কিশোরদের অক্ষরদান দেয়ার জন্য গণশিক্ষা কেন্দ্র/পাঠাগার প্রতিষ্ঠা করা এবং দরিদ্র শিশুদের খেলাধুলার পাশাপাশি সু-স্বাস্থ্য নিশ্চিত কল্পে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা এবং শিশুদের বাল্যবিবাহ রোধে সভা-সেমিনার ও গনসচেতনতা সৃষ্টি করা।
  • এলাকার সকল প্রকার খেলাধুলার আয়োজন, অংশগ্রহন ও প্রতিভাবান খেলোয়ারদের প্রশিক্ষন এর ব্যাবস্থা করা। সংশ্লিস্ট খেলায় জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে অংশ গ্রহন করার ব্যবস্থা করা।
  • মাদক মুক্ত এলাকা গড়তে প্রশাসনকে সহযোগিতা করা।
  • এলাকার মাদকাসক্ত, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে বিনোদন, গনসচেতনতা ও চিকিৎসার ব্যাবস্থা করা এবং কর্মসংস্থানের জন্য উৎসাহ প্রদান করা।
  • সমাজ বিরোধী কার্যকলাপ হইতে জনগণকে বিরত রাখিবার উদ্দেশ্যে চিত্ত-বিনোদন ও সাংস্কৃতিক কর্মসূচীর ব্যবস্থা করা।
  • যে কোন সেবামূলক কাজে জনগনকে উদ্ভুদ্ব করা এবং জনগনকে সেবামূলক কাজে সহযোগিতা করা। এমনকি খাদ্য দ্রব্যকে বিষ মুক্ত রাখা ও কৃষকদেরকে কেমিক্যাল ব্যতিত ফসল উৎপাদানের ব্যপারে পরামর্শ দেয়া।
  • সরকারের উন্নয়ন মূলক সংস্থা সমূহের সহায়ক শক্তি হিসাবে কাজ করা। গণ-শিক্ষা গ্রহণে বয়স্কদের উদ্ভুদ্ব করা, উন্নত প্রযুক্তির কৃষি, মৎস্য চাষ, হাঁস মুরগী পালন, হস্ত ও কুটির শিল্প স্থাপন, হেচারী ও নার্সারী সহ অন্যান্য কার্যক্রম সম্মন্ধে গ্রামবাসীর মধ্যে জ্ঞান দানের নিমিত্তে সংশ্লিষ্ট উন্নয়ন মূলক কর্মকান্ডে আমন্ত্রন করা এবং সভা ও সেমিনারের আয়োজন করা।পরিবার পরিকল্পনার মাঠকর্মীদের সাথে সমন্বয় সাধন করে পরিকল্পিত পরিবার গঠনে জনগনকে উদ্ধুদ্ধ করা।
  • দেশের দুর্ভিক্ষ, বন্যা, ঘুর্ণিঝড়, ভূমিকম্প, মহামারী, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগে সাহায্য সামগ্রী নিয়ে দুঃস্হ, ও ক্ষতিগ্রস্থদের পাশে এগিয়ে যাওয়া শীত বস্ত্র বিতরন এবং তহিবল বৃদ্ধি ও সংরক্ষনার্থে দান।
  • ফুটবল, ক্রিকেট বেটমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা।
চেয়ারম্যান: অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া
মহাসচিব : মুগিজউদ্দিন চৌধুরী
অতিরিক্ত মহাসচিব : মো: জাকির হোসেন
ফোন: 01739005248, 01777525859
সম্পাদক: এ এইচ এম সায়েদুজ্জামান
মোবাইল: 01991992222
যোগাযোগ:
৫৪ ইনার সার্কুলার রোড, কক্ষ:২১৫
স্কাউট মার্কেট( ২য় তালা), নয়াপল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: employeeteacher1@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৬-২০২৫ এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design by OneHost BD
crossmenu