
বাকশিল্পাঙ্গনের আয়োজনে প্রমিত উচ্চারণ ও আবৃত্তি শিক্ষার নতুন আবর্তনের ক্লাস শুরু হচ্ছে।
বড়দের কর্মশালা
বয়সসীমাঃ ৯ম শ্রেণি থেকে শুরু
ভর্তির জন্য সাক্ষাৎকার আগামী ৪ঠা অক্টোবর।
ক্লাস শুরু হবে ১৮ই অক্টোবর।
৪ (চার) মাসের এই কোর্সের বিষয়সমূহ হলো -
প্রমিত উচ্চারণ ও উচ্চারণের সূত্রাবলী, বাচিক উৎকর্ষ সাধন, বর্ণের উচ্চারণ স্থান নির্ণয়, বাকপ্রস্তুতি, বাকজড়তা দূরীকরণ, স্বরসাধনা, মনোসংযোগ, ব্যায়াম, অনুরণন, ভাব-রস, ছন্দ, আবৃত্তি নির্মাণ, পাঠ চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান, মূল্যায়ন ও সনদ প্রদান।
প্রশিক্ষক হিসেবে থাকবেন -
আশরাফুল আলম
ভাস্বর বন্দ্যোপাধ্যায়
নিরঞ্জন অধিকারী
জ. ই মামুন
মোঃ নাসির উদ্দিন
আজহারুল হক আজাদ
ঝর্ণা সরকার
দিলীপ সদানন্দ
হাসিব বিল্লাহ
মনোয়ার মাহমুদ জুয়েল
জোবায়ের ইকবাল টোটেম
ক্লাস অনুষ্ঠিত হবে শিল্পকলা একাডেমিতে প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত । কোর্স ফি মোট ১৫০০ টাকা।
১০০ টাকা আবেদন ফি জমা দিয়ে অনলাইনে আবেদনপত্র সংগ্রহ এবং জমা দান প্রক্রিয়া সম্পন্ন করা যাবে ৩রা অক্টোবর পর্যন্ত।
প্রয়োজনে যোগাযোগ # ০১৭১৬০৯৯৭৭৪; ০১৮১৯৪৩৭৭৯৫; ০১৮৩২২০০২০১