ঢাকা, ২৮শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
logo
শিক্ষক কর্মচারী ঐক্যজোট
অভিযোগ করুন
অভিযোগ করুন

এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের পদযাত্রা

বিষয়:
|
তারিখ: মার্চ ১১, ২০২৫

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয় অভিমুখে পদযাত্রা করছেন সারাদেশ থেকে আগত শিক্ষকরা। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। এসময় হাজারো শিক্ষক এমপিওভুক্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকনে।

শিক্ষকরা বলছেন, বিগত ফ্যাসিবাদী সরকার বিগত ২০২১ সালে অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে বৈষম্য সৃষ্টির মাধ্যমে হাজারো শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিও বঞ্চিত করেছে। অথচ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ২০-২৫ বছর ধরে এমপিওবিহীন থাকা সত্ত্বেও শিক্ষক-কর্মচারীরা নিরলসভাবে পাঠদান কর্মসূচি চালিয়ে গেছেন এবং জাতীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

তারা বলছেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি-জামায়াত রাজনৈতিক ট্যাগ লাগিয়ে অনেক যোগ্য প্রতিষ্ঠানকে এমপিও থেকে বঞ্চিত করা হয়েছে। ফ্যাসিস্ট সরকারের দোসরদের এবং শেখ পরিবারের নামে যেসব প্রতিষ্ঠান ছিলো সেগুলো এমপিওভুক্ত করেছেন।

তারা বলছেন, শিক্ষক-কর্মচারীদের দাবি স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তি করতে হবে। ফ্যাসিস্ট সরকার অযৌক্তিক এমপিও নীতিমালা ও জনবল কাঠামো দিয়ে ফ্যাসিস্ট সরকার বৈষম্য সৃষ্টি করেছিলো। তাই অবিলম্বে আমাদের দাবি মানতে হবে। এ দাবি পূরণ না হলে রাজপথ ছাড়বেন না শিক্ষক-কর্মচারীরা।

এর আগে, রোববার দুপুরে অবস্থানরত সব নন-এমপিও শিক্ষকদের নিয়ে খালি থালা হাতে নিয়ে ভুখা মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়ে হাইকোর্ট কদম ফুয়ারা হয়ে পল্টন মোড় হয়ে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

রোববার তিনদিনের কর্মসূচির ঘোষণা করা হয়। এর মধ্যে সোমবার সচিবালয় অভিমুখে পদযাত্রা, মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাক্ষাতের উদ্দেশে যমুনা অভিমুখে পদযাত্রা এবং আগামী বুধবার মুখে লাল কাপড় বেঁধে রাজপথে মিছিল।

চেয়ারম্যান: অধ্যক্ষ মো: সেলিম ভুইঁয়া
মহাসচিব : মুগিজউদ্দিন চৌধুরী
অতিরিক্ত মহাসচিব : মো: জাকির হোসেন
ফোন: 01739005248, 01777525859
সম্পাদক: এ এইচ এম সায়েদুজ্জামান
মোবাইল: 01991992222
যোগাযোগ:
৫৪ ইনার সার্কুলার রোড, কক্ষ:২১৫
স্কাউট মার্কেট( ২য় তালা), নয়াপল্টন, ঢাকা-১০০০।
ই-মেইল: employeeteacher1@gmail.com
© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৬-২০২৫ এই ওয়েবসাইটের কোনো লেখা, ভিডিও বা ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Design by OneHost BD
crossmenu