
নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিতর্কিত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. এহতেশাম উল হকের প্রত্যাহার করে ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর আগে গত ২ ফেব্রুয়ারি ডিজি পদে পদায়ন পাওয়ার পরে ‘শিক্ষার্থীদের বিক্ষোভে প্রত্যাহার হওয়া ব্যক্তিই মাউশির নতুন ডিজি‘ শিক্ষাবার্তা’য় সংবাদ প্রকাশের পর ব্যাপক সমালোচনার ঝড় উঠে।
বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ওএসডি করা হয়।
শিক্ষাবার্তা’য় প্রকাশিত সংবাদে জানা গেছে, গেছে, ২০২১ সালের জুন মাসে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ অধ্যাপক ড. এহতেসাম উল হককে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করান। পুরো বরিশাল নগরীতে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ অনুচর হিসেবে পরিচিত ছিলেন তিনি। বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পদে থাকাকালীন আওয়ামী বলয়ের প্রভাবশালী অধ্যক্ষ হওয়ায় ক্ষমতার দাপটে ব্যাপক অনিয়ম, দুর্নীতি, অর্থ লোপাট, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে দুর্ব্যবহারসহ বিস্তর অভিযোগ উঠে তার বিরুদ্ধে। চার আগস্টে হাসিনা পতনের আন্দোলনকারী শিক্ষার্থীদের তালিকাও প্রশাসনের হাতে তুলে দিয়েছিলেন এই কর্মকর্তা। পাঁচ আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর তিনি আওয়ামী লীগের ভোল্ট পাল্টিয়ে আওয়ামী বিরোধী হিসেবে পরিচিত পেতে তৎপরতা শুরু করেন। হাসিনা পালানোর পর নভেম্বর মাসে অধ্যক্ষ এহতেসাম উল হকের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন শুরু করে শিক্ষার্থী। সড়ক অবরোধ, ক্লাস-পরীক্ষা বর্জন সহ নানা কর্মসূচী পালন করেন তারা।
শিক্ষাবার্তা’য় বিতর্কিত এই ডিজির পদায়ন নিয়ে ধারাবাহিক সংবাদ প্রকাশিত হলে কর্মসূচী ঘোষণা করে বিএনপির শিক্ষক সংগঠন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট। জোটের চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভূঁইয়া, মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মো: সেলিম মিয়া, যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান, ড. মো: খলিলুর রহমান, শিক্ষক নেত্রী নাজমা হোসেন লাকী, আ: জব্বার জয়, মো: আ: কাইউম এবং সাংগঠনিক সম্পাদক হাওলাদার মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে আল্টিমেটাম, শিক্ষা ভবন ঘেরাও এবং কর্মবিরতির মত কর্মসূচী পালন করে এ জোটটি।