
বয়সসীমাঃ ৯ম শ্রেণি থেকে শুরু
ভর্তির জন্য সাক্ষাৎকার আগামী ৪ঠা অক্টোবর।
ক্লাস শুরু হবে ১৮ই অক্টোবর।
৪ (চার) মাসের এই কোর্সের বিষয়সমূহ হলো -
প্রমিত উচ্চারণ ও উচ্চারণের সূত্রাবলী, বাচিক উৎকর্ষ সাধন, বর্ণের উচ্চারণ স্থান নির্ণয়, বাকপ্রস্তুতি, বাকজড়তা দূরীকরণ, স্বরসাধনা, মনোসংযোগ, ব্যায়াম, অনুরণন, ভাব-রস, ছন্দ, আবৃত্তি নির্মাণ, পাঠ চর্চা, উপস্থাপনা, সংবাদ পাঠ, প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠান, মূল্যায়ন ও সনদ প্রদান।
প্রশিক্ষক হিসেবে থাকবেন -
আশরাফুল আলম
ভাস্বর বন্দ্যোপাধ্যায়
নিরঞ্জন অধিকারী
জ. ই মামুন
মোঃ নাসির উদ্দিন
আজহারুল হক আজাদ
ঝর্ণা সরকার
দিলীপ সদানন্দ
হাসিব বিল্লাহ
মনোয়ার মাহমুদ জুয়েল
জোবায়ের ইকবাল টোটেম